রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপ করা ৩১টি রাজনৈতিক দলের কাছে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে পাঁচটি করে নাম চেয়েছে এ সংক্রান্ত সার্চ কমিটি। শনিবার সকালে সুপ্রিমকোর্ট ভবনের জাজেস লাউঞ্জে কমিটির প্রথম বৈঠকে নাম চাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য দেন। তিনি বলেন, ‘সার্চ কমিটির প্রথম বৈঠক ছিল কর্মপন্থা নির্ধারণীর। বৈঠকে ইসি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করা ৩১টি দলের কাছে ৫ জন করে নাম চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, দলগুলোকে আগামী ৩১ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) বরাবর নামের এই তালিকা জমা দিতে বলা হয়েছে। এর আগের দিন সোমবার বিকাল ৪টায় দেশের বিশিষ্ট ১২ জন নাগরিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১০ কার্য দিবসের মধ্যে বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া নাম থেকে চূড়ান্ত করে সার্চ কমিটির সিইসিসহ ৫ কমিশনারের বিপরীতে দু’জন করে ১০ জনের তালিকা রাষ্ট্রপতির হাতে দেবে।
সেখান থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে সিইসিসহ ৫ জনকে নিয়োগ দিবেন। সার্চ কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির প্রধান সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বৈঠকে কমিটির ছয় সদস্য- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশন চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. শিরীন আখতার উপস্থিত ছিলেন।
এছাড়া তাদের সাচিবিক সহায়তা দিতে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এর আগে গত বুধবার রাষ্ট্র্রপতি মো. আবদুল হামিদ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে আহ্বায়ক করে ছয় সদস্যের এই সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ ৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। অবশ্য একজন কমিশনার একেএম শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।
তাই ফেব্রুয়ারির মধ্যেই গঠন করা হবে নতুন ইসি। এ ইসির অধীনেই অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » টঙ্গীর মাঠে ঝরা রক্ত বৃথা যাবে না : আহমদ শফি
- » শিল্পমন্ত্রীর নামে চাঁদাবাজি, এসআইকে অব্যাহতি
- » তুরাগ বাসে ছাত্রী ধর্ষণচেষ্টা, প্রতিবাদে অর্ধশতাধিক বাস আটক
- » প্রতিনিধিদল নিয়ে ভারত গেলেন ওবায়দুল কাদের
- » বিভিন্ন অপরাধে ৩১টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
- » ‘সিইসির বক্তব্য বিএনপিকে নির্বাচনে আনার কৌশল’
- » প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাইলেন কাদের সিদ্দিকী
- » ছেলেকে হত্যা করে মায়ের আত্মহত্যা
- » নোয়াখালীতে সহস্রাধিক লোক বিএনপি থেকে আ’লীগে যোগদান
- » ‘মাথায় হাত দিয়ে কথা দেন, নয়তো আমার মৃত্যুর খবর শুনবেন’